সিলেট প্রতিনিধিঃ
সিলেট শহরতলীর কুমারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ২৭ মে শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কমিটি ও স্থানীয় ময়না মিয়ার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিরোধপূর্ণ একটি জমি মসজিদের দাবি করে দখল নিতে যান মসজিদ কমিটি। জমির মালিক দাবিদার ময়না মিয়া ও তার লোকজনে এতে বাধা দেন এবং মসজিদ কমিটির এক মুরব্বীকে গালিগালাজ করেন। এ নিয়ে কথা কাটাকাটি থেকে পরিস্থিতি সংঘর্ষের দিকে গড়ায়। একদিকে মসজিদ কমিটি, অন্যদিকে ময়না মিয়ার বাড়ির লোকজন সংঘাতে জড়ালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ বাধলে মসজিদ কমিটির পক্ষে মাইকে ঘোষণা দেওয়া হয়। এ সময় মসজিদ কমিটির পক্ষে বিভিন্ন এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে অবস্থান নেন এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। অন্যদিকে ময়না মিয়ার বাড়ির লোকজন হামলায় কোণঠাসা থাকলেও প্রতিহতের চেষ্টা করেন। এসময় উভয়পক্ষের ইটপাটকেলে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় মেলেনি। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিন করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশী টহল বাড়ানো হয়েছে।
মন্তব্য করুন