সিলেট প্রতিনিধিঃ
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর সঙ্গে থাকা নেবুলাইজার মেশিনের ভেতরে করে কৌশলে আনা ১১ পিস স্বর্ণের পাত উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আটককৃত যাত্রীর নাম মো. আলী আহমদ (৩৫)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উজান মেহেরপুর দরগারবাজার এলাকার বাসিন্দা।
আজ শুক্রবার (২৭ মে) সকাল ৭টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের উড়োজাহাজ বিজি-২৪৮ ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।
ওসমানী বিমানবন্দরে কর্মরত ডেপুটি কমিশনার অব কাস্টমস মো. আল আমিন বলেন, দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী মো. আলী আহমদ গ্রীণ চ্যানেল অতিক্রমকালে কর্তব্যরত কাস্টমস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। তার কাছে স্বর্ণ কিংবা ঘোষণা যোগ্য কোনো পণ্য আছে কিনা জানতে চাইল তিনি তা অস্বীকার করেন। পরে তার শরীর ও ব্যাগেজ তল্লাশি করে একটি কার্টুনে নেবুলাইজার মেশিনে লুকানো অবস্থায় ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১১পিস স্বর্ণের পাত জব্দ করা হয়। তিনি স্বর্ণের পাতকে রুপালী রঙের প্রলেপ দিয়ে বহন করছিলেন।
উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা হবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে জব্দকৃত স্বর্ণসহ মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন