এম এ জব্বার ফাউন্ডেশন এর পক্ষ থেকে দোয়া ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২১, ১২:১২ পূর্বাহ্ন /
এম এ জব্বার ফাউন্ডেশন এর পক্ষ থেকে দোয়া ও  পুরস্কার প্রদান অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধিঃ রাজনগরে মরহুম আলহাজ্ব এমএ জব্বার ফাউন্ডেশন এর পক্ষ থেকে গয়গর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৯ সালের বৃত্তি প্রাপ্ত ছাত্রদের পুরস্কার প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টায় গয়গর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসএমসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিশ্বজিৎ দত্ত এর সভাপতিত্বে ও বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বক্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি রমাকান্ত দাশগুপ্ত, মোফাজ্জল হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইকবাল, রাজনগর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুমা ভট্টাচার্য, রাজনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক, বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খসরু চৌধুরী, রাজনগর যুবলীগ এর সাধারণ সম্পাদক আবদুল কাদির রাজনগরের ওমর ফারুক রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদের ইমাম মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের কে এম এ জব্বার ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্বর্ণের ক্রেস্ট ও প্রাইজ মানি প্রদান করা হয়।