স্টাফ রিপোর্টার।।
বানিয়াচং-হবিগঞ্জ সড়কে সিএনজি ভাড়া বাড়ছেনা। পূর্বের ভাড়া ৪০ টাকা বহাল করা হয়েছে। জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন,সিএনজি মালিক শ্রমিক পক্ষগুলো এক সভায় বসে এ সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার (১১মে) সকাল ১১.টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ”র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,
সহকারী কমিশনার বানিয়াচং (ভূমি) ইফফাত আরা জামান উর্মী। সিএনজি সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান ও বড় বাজার, গ্যানিংগঞ্জ বাজারের সিএনজি শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়,ঈদের পর থেকে বেশ কয়েক দিন যাবত বানিয়াচং-হবিগঞ্জ সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধির অভিযোগে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য করে যাত্রী সাধারণ ক্ষোভ প্রকাশ করছেন। সোশ্যাল মিডিয়ায় যাত্রীরা লেখেন সন্ধ্যা হলেই ভাড়া ৪০ টাকার স্থলে ৫০/৬০ টাকা দাবী করে চালকরা। বিপাকে পড়ে যাত্রী সাধারণ বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। যাত্রীদের সাথে চালকদের অসদাচরণ আচরণসহ রয়েছে ব্যাপক অভিযোগ। প্রশাসনের নির্ধারণ করা ভাড়া ৪০ টাকার স্থলে কেন অতিরিক্ত ভাড়া দেয়া লাগবে এনিয়েই সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি উঠেছে ঝড়। বিষয়টি প্রশাসন,জনপ্রতিনিধি ও সিএনজি মালিক নেতাদের দৃষ্টি গোচর হয়। এরপরই এক জরুরী সভায় প্রশাসন ও সিএনজি মালিক শ্রমিক সমিতির নেতৃবৃন্দদের সমন্বয়ে ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন,যাত্রী সাধারণের অভিযোগের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান মহোদয়,প্রশাসন ও সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দের সমন্বয়ে ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করুন