নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অনেকগুলো মহতী উদ্যোগের মধ্যে দেশের ষাটোর্ধ্ব সব নাগরিকের জন্য অবসরকালীন সুবিধা বা পেনশন চালুর উদ্যোগটি অনন্য উদ্যোগ বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের ফ্রি মেডক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শনিবার হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে আড়াই শতাধিক নারী-পুরুষকে ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
মেডিক্যাল ক্যাম্পে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ দাশসহ চারজন নারী ও পুরুষ চিকিৎসক চিকিৎসা দিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মিজানুর রহমান শামীম, জেলা যুবলীগের সহ-সভাপতি হাজী সামছু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, শেখ আনিস, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, তালুকদার শাহীন, প্রচার সম্পাদক হালিম মিয়া, আলম মিয়া, উপ দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা ধ্রুবজ্যোতি দাশ টিটু, সদস্য শাহ দরাজ, শাহ বাহার, ফারুক মিয়া প্রমুখ।
মন্তব্য করুন