নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
অনেকেই আর্লি (দ্রুত) ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে নাক কান গলার রোগীদের ৩০ শতাংশ ক্যান্সারে আক্রান্ত হন। যারা জানেনইনা যে তারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এমন তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রফেসর ডা. কামরুল হাসান তরফদার।
তিনি বলেন, গলার স্বর বন্ধ হলে মানুষ খোঁজ নেয়না। প্রাথমিক অবস্থায় যদি ক্যান্সার ধরা পড়ে তবে অবশ্যই তা সুস্থ হয়। যাদের গলার স্বর ৩ মাসের বেশি বন্ধ থাকে তাদেরকে অবশ্যই ডাক্তারের শ্মরণাপন্ন হতে হবে। তিনি বলেন, প্রতি বছর মহান স্বাধীনতা দিবসে তিনি বাবা নাসির উদ্দিন তরফদারের নামে প্রতিষ্ঠিত নাসির উদ্দিন তরফদার মেমরিয়াল ট্রাস্টের উদ্যোগে চুনারুঘাট উপজেলার বালিয়াইল গ্রামে নিজ বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেন। এতে ঢাকা ও সিলেটের বিভিন্ন মেডিকেলের শতাধিক চিকিৎসক চিকিৎসা সেবা দিয়ে থাকেন। সেবা গ্রহিতাদের বিনামূল্যে অন্তত ১০ লাখ টাকার ঔষধ বিতরণ করা হয়। এ ধারাবাহিকতায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করেন নাসির উদ্দিন তরফদার মেমরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের নাক কান গলা বিভাগের প্রধান ডা. কামরুল হাসান তরফদার। দিনব্যাপী অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে অন্তত ৫ হাজার রোগী দেখা হয়। রোগীদের মধ্যে অন্তত ১০ লাখ টাকার ঔষধ ফ্রি দেয়া হয়। চিকিৎসা সেবা দিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল হাফিজ শাফী বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়ে মানুষের মাঝে এক ধরণের নাক ছিটকানো ভাব আছে। মানুষ মনে করে এটি লোক দেখানো। কিন্তু সত্যিকার অর্থে এ ক্যাম্পে বিনামূল্যে ঔষধ দেয়া হচ্ছে। অনেক ব্যয়বহুল ঔষধ এখানে দেয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো অনেকের নাকের বিভিন্ন রোগ, কানে কানপাকা রোগ আছে। কিন্তু তারা জানেই না তাদের এসব সমস্যা আছে। ফ্রি মেডিকেল ক্যাম্প করার সুযোগে তাদের রোগ নির্ণয় হচ্ছে, চিকিৎসাও শুরু হচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী জানান, এখানে হৃদরোগ, চর্মরোগ, দঁাঁতের রোগ, গাইনীসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হয়। সকাল থেকে বিকেল ৫/৬টা পর্যন্ত চিকিৎসা সেবা চলে। এ দিন অন্তত ৫ থেকে ৬ হাজার রোগী দেখা হয়।
মন্তব্য করুন