আঃজলিল, স্টাফ রিপোর্টার
একটি সুসংগঠিত রাজনৈতিক দলকে সরকারের জন্য বিরাট শক্তি। একটা সরকার সফলভাবে কাজ করতে পারবে তখনই যখন তার দল সুসংগঠিত থাকে। কারণ দল সুসংগঠিত থাকা হচ্ছে সরকারের জন্য বিরাট শক্তি। আর এই শক্তিটাই সব থেকে বেশি কাজে লাগে একটা দেশকে উন্নত করতে। যেটা আমাদের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপলব্ধি করেন এবং যে কারণে তিনি সব সময় সংগঠনের ওপর গুরুত্ব দেন।’
রবিবার বিকেলে শার্শার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেনের কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি দলের ক্রান্তিলগ্নে তৃণমূল আওয়ামী লীগের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ‘আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সব সময় সঠিক সিদ্ধান্ত নেয়। নিজেদের জীবন পণ করেই তারা এই সংগঠনকে ধরে রেখেছে।’ আজকে বাংলাদেশে আওয়ামী লীগ একটা শক্তিশালী সংগঠন। এ দেশের রাজনীতিতে কেউ যদি কিছু শিখিয়ে থাকে সেটা আওয়ামী লীগই প্রতিষ্ঠালগ্ন থেকে করে যাচ্ছে। এই ঐতিহ্যটা আমাদের ধরে রাখতে হবে।
এ সময় আরো ব্ক্তব্য রাখেন উেজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সহ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, যুবলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, বর্তমান চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।
মন্তব্য করুন