হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে
প্রতি বছরের ন্যায় এবারও সুনামগঞ্জের শাল্লা উপজেলাধীন বাহাড়া ইউনিয়নের অন্তর্গত বাহাড়া গ্রামে অবস্থিত সোমেশ্বরী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে শাল্লা উপজেলার বিখ্যাত সোমেশ্বরী মেলা। প্রতি বছর চৈত্র মাসের প্রথম সোমবার সোমেশ্বরী মন্দির প্রাঙ্গণে সোমেশ্বরী দেবীর পূজা উদযাপন উপলক্ষে এ মেলা প্রাচীন কাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে।
উল্লেখ্য রোববার থেকে বাহাড়া গ্রামের পাশ দিয়ে বহমান দাড়াইন নদীর তীরে বেল কুইশ্যালের মেলার মধ্য দিয়ে শুরু হয় এই ঐতিহাসিক মেলার। এ মেলায় হাওর অঞ্চলের হিন্দু, মুসলিম সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ উৎসব মুখর পরিবেশে বেল কুইশ্যাল কিনে থাকেন। সোমবার বসে হরেক রকমের দ্রব্যাদি সহ বিলাস সামগ্রীর মালামাল নিয়ে আসা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যাবসায়ীদের দোকান। মেলায় সোমেশ্বরী দেবীর পূজা ও মহিষ বলি হয়। এছাড়াও নাগর দোলা, বিভিন্ন ধরনের কৃষি পণ্যে, বাহারি সৌখিন সামগ্রীর মালামাল উঠে এ মেলায়। হাওর অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে পরিচিত এ মেলা প্রাচীন কাল থেকেই অনুষ্ঠিত হয়ে আসছে।
Enter
মন্তব্য করুন