বেনাপোলে মাদক বিরোধী অভিযান চলিয়ে ০৮ কেজি গাঁজা উদ্ধার।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২১, ১২:৩২ পূর্বাহ্ন /
বেনাপোলে মাদক বিরোধী অভিযান চলিয়ে ০৮ কেজি  গাঁজা উদ্ধার।

যশোর প্রতিনিধিঃ বেনাপোল এলাকার ছোট আচঁড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ০৮ (আট) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রোকনুজ্জামান সহ একটি চৌকস টিম বুধবার (২২সেপ্টেম্বর) রাত ন’টার সময় বেনাপোল পোর্ট থানাধীন ছোট আচঁড়া গ্রামের মোঃ রায়হানের বাড়ীর পাশ থেকে ০৮ (আট) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় পরে পলতক আসামীর নাম ও ঠিকানা জানতে পেরেছে পুলিশ।

পলাতক আসামি মোঃ জামাল হোসেন (৪০), পিতা-মৃত সৈয়দ আলী সরদার, গ্রাম ভবেরবেড় (মাঝেরপাড়া), থানা-বেনাপোল পোর্ট।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।