সিলেট প্রতিনিধিঃ
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করতে হবে। আমরা ভাগ্যবান বঙ্গবন্ধুর মতো মহানায়ক পেয়েছি। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন। আর দিয়েছেন সোনার বাংলার স্বপ্ন। সেই স্বপ্নের বাস্তবায়ন করে যাচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩১ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় নগরীর একটি অভিজাত হোটেলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু। বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার আহবায়ক সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার নাইমুল হক চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড. মশিউর মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কনিকা, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ড. একে আব্দুল মোমেন। মহানগর শাখার সভাপতি নজির আহমদ আজাদ, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন অরুপ রায়। জেলা শাখার সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস খান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন কবিরুল ইসলাম কবির।
ফেরদৌস খান, বদরুল ইসলাম লস্কর ও অরুপ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগে কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জেলা সহসভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও অধ্যাপক জান্নাত আরা পান্না। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তোফায়েল আহমদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন বিধু ভূষন চক্রবর্তী।
মন্তব্য করুন