সিলেট প্রতিনিধিঃ
জিন্দাবাজার পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক সমিতির সভাকক্ষে ৩১ ডিসেম্বর শুক্রবার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জুমের মাধ্যমে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব। সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাসপাতালের অফিস সহকারী মো: লিয়াকত হোসেন, গীতা থেকে শ্লোক পাঠ করেন সমিতির জীবন সদস্য অরূপ শ্যাম বাপ্পী এডভোকেট। সভার শুরতে সমিতির সকল প্রয়াত জীবন সদস্য ও মরহুম জাতীয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
ভার্চ্যুয়াল সভায় শোক প্রস্তাব পাঠ করেন সমিতির কার্যকরি কমিটির সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। এরপর সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন-২০২১ উপস্থাপন করেন সমিতির সাধারন সম্পাদক লোকমান আহমদ।
সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, কোষাধ্যক্ষের বার্ষিক আয়-ব্যয় হিসাবের প্রতিবেদন, ২০২১ সালের আয়-ব্যয় নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ ও ২০২২ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য প্রস্তাব করেন সমিতির জীবন সদস্য এডভোকেট স্বাধীন চন্দ্র রায়, এবং তা সমর্থন করেন জীবন সদস্য সোলেমান আহমদ। এরপর উপস্থিত/জুম অ্যাপ এ সংযুক্ত জীবন সদস্যগণের সমর্থনে তা অনুমোদিত হয়। সমিতির ও সভার সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সিলেট ডায়াবেটিক সমিতির ৩৬ তম বার্ষিক সাধারণ ভার্চ্যুয়াল সভার কার্যক্রম সমাপ্ত হয়।
মন্তব্য করুন