নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।
শনিবার চুনারুঘাটের দক্ষিণ নরপতির কোনাপাড়ার নিহত আব্দুর রউফ ও আলেয়ার খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। এদিকে বাবা-মা কে হারিয়ে কাঁদছে দুই ভাই রায়হান (১০) ফরহাদ (৫)। তাদেরকে সান্তনা দেওয়ার কেউ নেই। তাদের ভবিষৎ নিয়েও দুশ্চিন্তায় দাদা-দাদি।
গত শুক্রবার দুপুরে চুনারুঘাটের দক্ষিণ নরপতি প্রকাশ কোনাপাড়া নিজগৃহ থেকে আব্দুর রউফ ও আলেয়ার খাতুন ঘরের তীরের সাথে ওড়নায় পেছানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার ময়না তদন্ত শেষে বিকেলে লাশ দাফন পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়। তাদের কারণ এখনো খোজে পায়নি পুলিশ। আব্দুর রউফের পিতা আবুল হোসেন চুনারুঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করে।
পুলিশের ধারণা তারা দু’জনে আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি তাদেরকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। এদিকে বড় ছেলে আব্দুর রউফ ও পুত্রবধূ আলেয়াকে হারিয়ে দিশেহারা মা মনোয়ারা বেগম। মা বাবার মৃত্যুতে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিহত আব্দুর রউফের মা মনোয়ারা বেগম বলেন, রায়হান তৃতীয় শ্রেণিতে পড়ে। এখন তার লেখাপড়া করানো দুরের কথা তিনবেলা কাবার জুটানোই আমাদের পক্ষে কঠিন।
আব্দুর রউফের পিতা আবুল হোসেন বলেন, চারপাশে এখন শুধু অন্ধকার। একদিকে ছেলে ও ছেলের বউয়ের চলে যাওয়া, অন্যদিকে নাতি-নাতনির ভবিষ্যৎ। কি করব কিছু বুঝতে পারছি না।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আশরাফ জানান, এখনও এ ঘটনার কোন রহস্য উদঘাটন হয়নি, তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
মন্তব্য করুন