নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।
শস্য শ্যামলা, সবুজ বাংলার কৃষি প্রধান দেশের নবীগঞ্জ উপজেলার দিগন্ত জুড়ে খোলা মাঠে দুলছে এখন কৃষকের কাঙ্খিত স্বপ্ন। ধুধু চোখে নজর কাড়ছে আমন ধানের ক্ষেত। শীতের সকালে ফসলের দিকে তাকালে মনে হয় সবুজ চাদরে ঢাকা মাঠ।এ দৃশ্যে মনকে নাড়া দেয়।প্রকৃতির এ রুপ দৃষ্টি নন্দন।ভালো ফলনের আশায় আমন ধান পরিচর্যায় কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছে। মাঠে মাঠে চলছে আমন ধান পরিচর্যা। কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ধান পরিচর্যার কার্যক্রম। ধান ক্ষেতগুলো এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে।
কার্তিক মাসের শুরতেই ধানের গাছ এখন শিশির ভেজা বাতাসে দুলছে। মাঠের চারিদিকে এখন সবুজের সমারোহ। গত বছরের চেয়ে এ বছর আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে মাঠ জুড়ে। এদিকে উপজেলার ডিলারদের নিকট পর্যাপ্ত পরিমান তেল ও সার পাওয়ায় কৃষকরা অনেকটা আশ্বস্ত হয়েছে। হবিগঞ্জ জেলায় খাদ্য উৎপাদনে শীর্ষে রয়েছে নবীগঞ্জ ।
সরেজমিন থেকে উপজেলার মদনপুর গ্রামের কৃষক জহির উদ্দিন জানান, এবারে চারা রোপনের সময় প্রাকৃতিক পানি সংকট থাকলেও পরবর্তীতে বৃষ্টির পানিতে ধানের গাছ এখন ভাল রয়েছে। বন্যা কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আশানুরুপ ফলন ঘরে তোলা সম্ভব।
নবীগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের ক্ষেতে গাছের ডাল পুতে দেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে ওই সমস্ত গাছের ডালে পাখি বসে জমির ক্ষতিকর পোকা নিধন করতে পারে। সেই সাথে পরিচর্যা করে কম মাত্রায় কীটনাশক প্রয়োগ করে অধিক ফলনের কলা-কৌশলও কৃষকদের শেখানো হয়েছে।
মন্তব্য করুন