আবারও তেতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্তে ৯ নারী-শিশুকে পুশইন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৫, ১১:১৫ অপরাহ্ন /
আবারও তেতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্তে ৯ নারী-শিশুকে পুশইন

পঞ্চগড় জেলা প্রতিনিধি : খাদেমুল ইসলাম

ভারতে এক তরুণীকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পাশাপাশি নারী ও শিশুসহ ৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১ আগস্ট ) সকালে পঞ্চগড় জেলার বাংলাবান্ধা সীমান্তে এ ঘটনাটি ঘটে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর সীমান্ত দিয়ে পপির রায় (২২) নামে এক তরুণীকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বিএসএফ। তিনি জানান, পপি দীর্ঘ এক বছর ভারতে অবৈধভাবে অবস্থান করে শিলিগুড়ির একটি মন্দিরে কাজ করছিলেন। তাকে গ্রেফতারের পর শিলিগুড়ি পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করে এবং পরে সৌজন্য বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।

তবে একইসঙ্গে বিএসএফ ওই সীমান্ত দিয়েই একই পরিবারের নারী ও শিশুসহ চারজনকে পুশইন করে। পুশইন হওয়া ব্যক্তিরা হলেন: আছমা খাতুন (৩৫), তার ছেলে সামির মোড়ল (১৭), সালাম মোড়ল (১৫) ও মেয়ে শাহিনা (৭)। বিজিবির জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা দীর্ঘদিন মুম্বাইয়ে অবৈধভাবে বসবাস করছিলেন এবং সেখানকার পুলিশ তাদের আটক করে শিলিগুড়ি পাঠায়। এরপর বিএসএফ তাদের পুশইন করে।

এদিকে শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাংগিপুকুর সীমান্ত এলাকা দিয়ে আরও পাঁচ নারীকে পুশইন করে বিএসএফ। তাদেরকে আটক করে বিজিবি পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করেছে। আটক নারীরা হলেন: সাদিয়া খাতুন (৩৫), শারমিন সুলতানা সুমি (৩৫), মল্লিকা (৩২), ময়না খাতুন (৪৫) ও হালিমা (৩১)।

সূত্র জানায়, হস্তান্তর হওয়া পপির বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায়। অপরদিকে পুশইন হওয়া ৯ জনের বাড়ি যশোর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায়। তাদের পরিচয় নিশ্চিত করে জিডিমূলে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।

বিজিবি জানায়, এর আগে একই দিনে সদর উপজেলার ঘাগড়া সীমান্ত ও ভজনপুর এলাকা থেকে আরও ১৭ জনকে পুশইন করা হয়, যাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত দুই-তিন মাসে ১০ দফায় পঞ্চগড় জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫৭ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। এবার ১১তম দফায় আনুষ্ঠানিক হস্তান্তরের পাশাপাশি ৯ জনকে বাংলাদেশে পাঠাল ভারতীয় বাহিনী।