তুচ্ছ ঘটনাকে কেন্দ্র বিএনপি নেতার বিরুদ্ধে ছিনতাই মামলা :জনমনে ক্ষোভ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২০, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন /
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র বিএনপি নেতার বিরুদ্ধে ছিনতাই মামলা :জনমনে ক্ষোভ

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জের বানিয়াচংয়ে মার্কুলী বাজারের খেলার মাঠে পূর্ব বিরোধের জের ধরে ৫ নং দৌলতপুর ইউনিয়নে নোয়াগাও গ্রামের আব্দুল সোবানের ছেলে বাবুল মিয়া সাথে মুরাদ পুর গ্রামের শাহিন মিয়ার ছেলে ফাহিম মিয়া ১৮ মে সন্ধ্যার পূর্বে হাতুয়া মারপিট হয়। পরদিন আব্দুল সোবান নিজ ছেলেকে ধান ব্যবসায়ী ও ধান বিক্রির টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে দৌলতপুর ইউনিয়নে ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণত সম্পাদক শাহিন মিয়া সহ একাধিক ব্যক্তিকে আসামি করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন।

অনুসন্ধানে জানা যায়, বাদী আব্দুল সোবান ফেরি করে পাড়ায় পাড়ায় পেয়াজ রসুন ও অন্যান্য পণ্য সামগ্রী বিক্রি করেন। তার ছেলে বাবুল মিয়া একজন বখাটে। ঘটনার দিন বখাটে বাবুল মিয়া তার সাথে থাকা একই গ্রামের সোহাগ মিয়াকে নিয়া খেলার মাঠে নিকট ফাহিম মিয়াকে কটুক্তি করলে বাগবিতন্ডার পর দুজনের মধ্যে হাতুয়া মারপিট হয়।

অনুসন্ধানে জানা যায়, বাবুল মিয়া বখাটে ও আওয়ামী আমলে আওয়ামী লীগের মিটিং মিছিলে যোগদান করে দলীয় ক্যাডার হিসেবে আওমামীরা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছে। মার্কুলী বাজারে তার কোন ব্যবসায়ীক প্রতিষ্টান নেই। নেই তার ব্যবসায়ীক ট্রেডলাইসেন্স। আওয়ামী লীগের লালিত পালিত বাবুল মিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ফায়দা লুটেছে আওয়ামীলীগ। জানা যায়, শাহিন মিয়া আওয়ামী শাসনামলে দু বার কারাভোগ করেছেন। দৌলতপুর ইউনিয়নের বিএনপির একাধিক নেতা কর্মী এ প্রতিবেদককে জানান, আওয়ামী দোসররা শাহিন মিয়াকে শায়েস্তা করতে এধরণের নাটক সাজিয়েন। ক্ষোভ প্রকাশ করেছেন বানিয়াচং উপজেলা বিএনপি একাধিক নেতা। বিএনপির একটি অংশের ভাষ্য, বিএনপির দুগ্রুপের দলাদলির কারনে তদন্ত ছাড়াই এই মামলা রেকর্ড হয়।