পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৪, ১১:০০ অপরাহ্ন /
পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদরমুল ইসলাম

পঞ্চগড় পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ই আগষ্ট বুধবার দুপুর ১২. টা পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে  পঞ্চগড় জেলার সকল ইউনিটের অফিসার-ফোর্সদের সমন্বয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ত্ব করেন পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার  এস, এম, সিরাজুল হুদা, পিপিএম-বার।

বিশেষ কল্যাণ সভায় পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের চলমান সৃষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ও মনোবল  ও শৃঙ্খলা  সমুন্নত রাখতে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া চলমান সংকট অতিদ্রুত মাননীয়  আইজিপি স্যারের নেতৃত্বে সমাধান হবে বলে আশ্বস্থ করেন।

এসময় পঞ্চগড় জেলায় দায়িত্বপ্রাপ্ত ২৯ বীর এর অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল মোঃ  ইউসুফ অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন  সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।