শাল্লা ( সুনামগঞ্জ) থেকে নিজস্ব প্রতিনিধি
প্রতি বছরের ন্যায় এই বছর ও শাল্লায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব পালিত হয়েছে। প্রতি বছর লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে শাল্লা উপজেলা সদরস্থ লোকনাথ মন্দির প্রাঙ্গণে সমাবেশ ঘটে হাজারো ভক্তের।
২রা জুন রবিবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মাচারী বাবার ১৩৪ তম তিরোধান উৎসব দিবস পরিদর্শন করেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট অবনী মোহন দাস, ভাইস-চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপু ও মহিলা ভাইস-চেয়ারম্যান শর্বরী মজুমদার। এসময় মন্দিরের পূজারী ভক্তবৃন্দ সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাল্লা উপজেলা সদরস্থ ঘুঙ্গিয়ার গাঁও বাজার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মাচারী সংঘের আয়োজনে এই উৎসব উপলক্ষে শাল্লায় কালী মন্দিরে ৩দিন ব্যাপী অষ্টকালীন কীর্তন আয়োজন করা হয়েছে। এই বছরে আয়োজনে ছিল উষা কীর্তন, পূজা অর্চনা, বাল্যভোগ ,গীতা পাঠ, রাজভোগ ও বিশেষ প্রার্থনা।
অলৌকিক শক্তিসম্পন্ন পরম মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর দিব্যজীবনের অবসান ঘটে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী গ্রামে। শ্রী শ্রী লোকনাথ বাবার এই তিরোধান উৎসবে অনেক দূর থেকে ভক্তরা ছুটে আসেন।
আপনার মতামত লিখুন :