তেঁতুলিয়ায় ষষ্ঠ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কাপ পিরিচ মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ৬, ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন / ০ Views
তেঁতুলিয়ায় ষষ্ঠ আসন্ন উপজেলা পরিষদ  নির্বাচন উপলক্ষে কাপ পিরিচ মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
পঞ্চগড় জেলা প্রতিনিধি- খাদেমুল ইসলাম-
তেঁতুলিয়ায় ষষ্ঠ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনী জনসভা তিরনই হাট বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে
রবিবার( ৫ মে) বিকালে অনুষ্ঠিত হয়েছে। এ জনসভায় দুপুরের পর থেকে পায়ে হেটে এবং বিভিন্ন ছোট ছোট যানবাহনে করে তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা জনসভা স্থলে আসতে শুরু করেন। বিকেলের দিকে হাজার হাজার জনতায় তিরনই হাট বাজারে স্কুল মাঠে কানায় কানায় পূর্ন হয়।বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগ কমিটির সহ সভাপতি এবংপঞ্চগড় জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ তারিন বলেছেন, আওয়ামীলীগেরনেতৃত্বে আজ দেশ উন্নতির চরম শিখরে পৌচেছে তাই সবাইকে মুক্তিযোদ্ধা চেতনায় জনসাধারনের কাছে ভোট ভিক্ষা প্রার্থনা করেন।জনসভায় বিশেষ অতিথিরা জানান,

এবার কাপ পিরিচ নৌকার বিজয় নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন বক্তারা।পাশাপাশি মাননীয় সংসদ সদস্যনাঈমুজ্জাম ভুঁইয়া মুক্তাকে ধন্যবাদ জানান একটি শক্ত হাতে সাহসিক নেতৃত্বদেওয়ার জন্য। ৮ মে তারা দেখিয়ে দেবে কিভাবে বিজয় হয় । কাপ পিরিচ মার্কারপক্ষে ভোট দিয়ে আব্দুল লতিফ তারিনকেবিজয়ী ঘোষণা করবেন ।তেতুলিয়ায় কৃষকলীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম মোল্লাহএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান মোঃ কুদরতি ই খুদা মিলন।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের চেয়ে তারা ‘এমপি লীগ’ , মামা ভাগিনা,লীগ’ হিসেবে এলাকায় বেশি পরিচিত লাভ করেন। নিজেদের বড় দেখাতে দলকেই সংকচিত ছোট বানিয়ে রাখা হয়েছে। তাদের প্রতাপে দলের সক্রিয় নেতাকর্মীরাই এখন ঘরকুনো। তথা কথিত দুধর্ষ মাদকাসক্ত অবৈধ পাথরড্রেজার হুতা, চোরাকারবারী গরু চোর দিয়ে টামিল সাদা- কালো বাহিনি গঠন করে মুল সংগঠনে তৃন্যমুলসমর্থকদের পিটারনোর জন্যে, বাহিনী গঠন – ত্যাগীপ্রকৃত নেতা কর্মী সমর্থকদের শুরু করা হয় নিষ্টুরনির্যাতন , টর্চার সেল মারপিট করে মাঠ থেকে বেড় করেদেন।এতে তেতুলিয়া উপজেলাজাতীয় শ্রমিকলীগের সভাপতি হাফিজ উদ্দীন (৫০) কে এবং কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম(৬০)বাঁসের লাঠি গাছের ডাল দিয়ে পিটিয়ে
নির্যাতন করে হত্যা করা হয়। নির্যাতন তাদের প্রতাপে দলের সক্রিয় নেতাকর্মীরাই রাজনীতি ছেড়ে এখন ঘরকুনো। অত্যাচার সইতে না পেরে বাধ্য হয়ে রাজনীতির মাঠ থেকে বিদায় নিয়েছেন অনেকে। দলের নেতাকর্মী চক্ষুশূল হলেও বিএনপি-জামায়াতের নেতাকর্মীর জন্য রয়েছে গোপন প্রীতি। রাজনীতিবিদ বাংলাবান্ধা সাবেক ইউপি চেয়াম্যান মোঃ নাইবুল ইসলাম সহ কয়েকশত প্রকৃত নেতা কর্মীরা বিদায়নিয়েছেন । দলের নেতাকর্মী চক্ষুশূল বিএনপি-জামায়াতের নেতাকর্মীর জন্য রয়েছে গোপন আতাত ১৫ বছর এমন সেটিং জামাত বিএনপির।

বিশেষ অতিথি হিসেবে যুবলীগ কেন্দ্রীয় কমিটিরসদস্য ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিল, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মাসুদ করিম,উপজেলা জাতীয় পার্টি সভাপতি মোঃ মোকলেছুর রহামন, সাবেক সাধারন সম্পাদক মোঃ ওয়াজেত হোসেন ডাবলু,কৃষকলীল সভাপতি কামাল হোসেন,আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল রাজ্জাক,উপজেলাআঃলীগ সহ সভাপতি মোঃ জুলফিকার আলী জুয়েল,অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে তেতুলিয়া নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান, আঃলীগ সহ সভাপতি মোঃ তাজিরুল ইসলাম তাজু,আঃলীগ নেতা ও বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান,আ:লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী মন্ডল,তেতুলিয়া আ:লীগ সহ সভাপতি আব্দুল রাজ্জাক,
আ:লীগের যুগ্ন সম্পাাদক সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল বাছেত,তেতুলিয়া যুবলীগের যুগ্ম সম্পাদক আতাউর রহমান,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলসহ নেতা কর্মী সমর্থকরা।ও উপজেলা বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও তার অঙ্গসংগঠনের নেতারা এ জনসভায় বক্তব্য দেন।