হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ৮, ২০২২, ১১:৪০ অপরাহ্ন /
হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।

হবিগঞ্জ সদর উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন তার স্বামী-সন্তানসহ তিনজন।

নিহত মাছুরা বেগম (২২) সদর উপজেলার মির্জাপুর গ্রামের চান মিয়ার স্ত্রী।

বুধবার (৮ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার লুকড়া এলাকায় হবিগঞ্জ-লাখাই সড়কে তারা হতাহত হন বলে হবিগঞ্জ থানার ওসি গোলাম মর্তুজা জানান।

ওসি স্থানীয়দের বরাতে বলেন, লাখাই থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি হবিগঞ্জ যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাছুরা মারা যান।

দুর্ঘটনায় আরও তিনজন আহত হলে স্থানীয় লোকজন তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে সিলেট পাঠানো হয়েছে বলে জানান ওসি গোলাম মর্তুজা।