হাবিবুর রহমান হাবিব শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
গত ১৫ এপ্রিল সুনামগঞ্জের শাল্লা থানার পুলিশের উপর শাল্লা উপজেলাধীন বাহাড়া ইউনিয়নের অন্তর্গত সুলতানপুর গ্রামের রাজাকার পরিরিবার হিসেবে চিহ্নিত পরিবারের লোকজন কর্তৃক বর্বর হামলার প্রতিবাদে ৩০ এপ্রিল শনিবার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, বীরাঙ্গনা ও যোদ্ধ অপরাধী মামলার স্বাক্ষী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণের অংশগ্রহণ করেন।
শাল্লা উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক ও বাহাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দূস সাত্তার মিয়া, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র দাস, কালী মোহন বৈষ্ণব, বলরাম দাস, রাকেশ চন্দ্র দাস, ফুল বাঁশী দাস, বীরাঙ্গনা জমিলা খাতুন, পিয়ারা বেগম। শাল্লা উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ তকবীর হোসেন, বাহাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পিযুষ কান্তি দাস, আটগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন আল কাওসার সহ প্রমূখ গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তাগন রাজাকার পরিরিবার কর্তৃক পুলিশের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিস্তর বক্তব্য প্রদান করেন। এব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনগত ব্যাস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন