
পঞ্চগড় প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড়, তেতুলিয়া চৌরাস্তা বাজারে একটি গোডাউনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে কাজী ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে তেতুলিয়া চৌরাস্তা বাজারে
এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে।এতে নেতৃত্ব দেন তেতুলিয়া উপজেলা সহকারী কমিশার (ভুমি) অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আকাশ;এ দন্ডাদেশ প্রদান করেন সহযোগীতা করে মডেল থানা পুলিশ। অভিযানকালে একটি চৌরাস্তা বাজারে গ্যাস সিলিন্ডার গোডাউনের তালা ভেঙে গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অনুমোদন ছাড়াই গ্যাস সিলিন্ডার মজুত করা হচ্ছিল এবং সেগুলো নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মাশফিকুর রহমান কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির মতো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আপনার মতামত লিখুন :