নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে ॥
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- কোনো মার্কার সাথে জান্নাতের সম্পর্ক নেই। কোনো মার্কায় ভোট দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা নেই। যারা এসব বলে তারা মিথ্যা বলে, মানুষকে বিভ্রান্ত করে। কোনো মার্কার সাথে ইবাদতের সম্পর্ক নেই। সৎ কর্মের দ্বারাই আল্লাহকে রাজি খুশি করে জান্নাতে যেতে হবে। কোনো মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এটা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। তিনি মঙ্গলবার (২১ অক্টোবর)বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নের এড়ালিয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- বিএনপি গণমানুষের দল। বিএনপি প্রমাণ করতে চায়, বিএনপি যদি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে বিএনপি শুধু দলীয় বিবেচনায় রাষ্ট্র পরিচালনা করবে না। সকল দল ও ধর্মের মানুষকে নিয়েই বিএনপির পথচলা। এই বার্তা দিতেই সারাদেশে বিএনপির কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন- আল্লাহ সব কিছু সহ্য করেন, কিন্তু সীমালঙ্গণকারীকে ছাড় দেন না। নমরূদ ফেরাউন থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যারাই নিজেকে অত্যাচারী হিসেবে গড়ে তুলেছে আল্লাহ তাদেরকে থামিয়ে দিয়েছেন। বিগত ১৬টি বছর বিএনপির নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেনি, নিজের বাড়ি ঘর রেখে হাওরে রাত্রি যাপন করেছে। বাড়িতে আসলেই আওয়ামীলীগ পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। এই স্মৃতি মানুষ এত সহজে ভুলে যাবে না। যে এলাকার মানুষ আওয়ামীলীগকে ভালবাসেনি, সেই এলাকার মানুষ শান্তিতে থাকতে পারেনি। পুরুষ হউক, মহিলা হউক, শিক্ষক হউক, ছাত্র হউক, যুবক হউক, ইমাম মোয়াজ্জিন হউক বা মন্দিরের পুরোহিত হউক, কাউকেই আওয়ামীলীগ শান্তিতে থাকতে দেয়নি।
হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আজম উদ্দিনের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা জামাল মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক, জেলা যুবদলের আহ্ব্য়াক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুর রহিম, বাবর আলী মেম্বার, আব্দুস সোবহান, মোস্তফা মিয়া, কামাল আহমেদ চৌধুরী, আবুল কালাম, কামরুল হাসান ঝুনু, মাসুক মিয়া, সামছু মিয়া, ঝুম্মন মিয়া, আব্দুল মন্নাফ, লোকমান মিয়া, নুরুল আমিন, নানু মিয়া, এমরান আহমেদ কাওছার, রফিক মিয়া, গাক্সো মিয়া, জিতু মিয়া, হায়দর মিয়া, জাহির মিয়া, আলাউদ্দিন, এনাম মিয়া, ফজল মিয়া, হারুন মিয়া, ফুল মিয়া, নিম্বর আলী, শামীম মিয়া, রহমত আলী, কালা মিয়া, নিতাই ঘোষ, শশিমন ঘোষ প্রমুখ।
আপনার মতামত লিখুন :