বাবা-মেয়েকে পিটিয়ে রক্তাক্তের ঘটনা সালিশে মিমাংসা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২২, ১১:১৩ অপরাহ্ন /
বাবা-মেয়েকে পিটিয়ে রক্তাক্তের ঘটনা সালিশে মিমাংসা

স্টাফ রিপোর্টারঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে চাঁদা না দেয়ায় বাবা-মেয়েকে পিটিয়ে রক্তাক্তের ঘটনা সালিশে মিমাংসা করা হয়েছে। মেম্বার জিতু মিয়া প্রকাশ্যে নির্যাতিত পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন এবং সালিশের সিদ্ধান্ত মোতাবেক চিকিৎসা বাবদ তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১১.টায় ২নং ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়ার সভাপতিত্বে ওই সালিশ অনুষ্ঠিত হয়।

সালিশে মেম্বার দ্বারা নির্যাতনের বিষয়টি প্রমানিত হয়।বিষয়টি এলাকা ভিত্তিক হওয়ায় মিমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। সালিশে চানপাড়া মহল্লার সর্দারগণ ও বিভিন্ন পঞ্চায়েত ব্যক্তিত্বসহ প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এব্যাপারে ভুক্তভোগী পরিবার জানান,হামলার ঘটনা শালিসে প্রমাণিত হয়েছে। মেম্বার জিতু মিয়া ক্ষমা চেয়েছেন এবং শালিসের সর্বসম্মতি ক্রমে চিকিৎসা বাবদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ন্যায় বিচারের জন্য সন্তুষ্টি প্রকাশ করে ২নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চানপাড়া মহল্লার সর্দারগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই পরিবার।