সিলেট প্রতিনিধিঃ
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টায় বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন, সিলেট শাহজালাল উপশহর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিএনজি ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রিয়াসাদ আজিম আদনান এর পরিচালনায় উক্তসভায় উপস্থিত ছিলেন- কামাল উদ্দিন, সাজুওয়ান আহমদ, হুমায়ুন আহমদ, মো. রেজাউল হাসান জাকারিয়া, লোকমান আহমদ মাছুম, কাজী মাহবুব হোসেন, মনোয়ার আহমেদ, হুরাইয়ারা ইফতার হোসেন, হোসেন আহমদ, ইফতেখার আহমেদ, ফরহাদ আলী ইমন, মুরাদ আলী সুমন, আলী আফছার. মো. ফাহিম, ওয়ালি মাহমুদ, আখতার ফারুক লিটন, রেজওয়ান আহমদ চৌধুরী, আব্দুল খালেদ, আনহার উদ্দিন, ফরিদ আহমদ, স্যার জন রাসু, মো. মাহবুবুর রহমান, নাঈম ইমতিয়াজ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ।
মতবিনিময় সভার শুরুতে জালালবাদ গ্যাস এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুয়েব আহমদ মতিনের সাথে সৌজন্য সাক্ষাত করে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের মালিকগণ বিভিন্ন সমস্যাবলি তোলে ধরেন। পরে নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় হবিগঞ্জ, মৌলভীবাজার সহ সিলেট অঞ্চলের সকল সিএনজি স্টেশন মালিকদের বিভিন্ন সমস্যা তুলেধরেন এবং সভার সম্মতিক্রমে উক্ত সমস্যাসমুহ সমাধানে সবাইকে একসাথে কাজ করারও আহবান জানান।
মন্তব্য করুন