ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব পেলেন ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. হাবিবুর রহমান, যিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওই কাজ এতদিন সামলে আসছিলেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এই প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এই প্রথম কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তা এ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব পেলেন। এর আগে বাংলাদেশ ব্যাংকের এই পদে বাইরে থেকে নিয়োগ দেওয়া হত।
সিরাজুল ইসলাম বলেন, “উনি এখন আমাদের পারমানেন্ট প্রধান অর্থনীতিবিদ। … অবসরের আগ পর্যন্ত তিনি এই পদেই থাকবেন।”
প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এতদিন এই দায়িত্বই পালন করেছি। এর আগে ব্যাংকের বাইরে থেকে এই পদে লোক নেওয়া হত। এখন আমরা চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংকের ভেতর থেকে এ পদে লোক নিয়োগ দিতে।
“আমি যত দিন এই পদে আছি, বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে কাজ করে যেতে চাই।”
২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী। পরে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট হাসান জামান।
এরপর ২০১৬ সাল পর্যন্ত প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সহযোগী অধ্যাপক বিরূপাক্ষ পাল। পরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতিবিদ ফয়সাল আহমেদকে প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি সেই দায়িত্বে ছিলেন।
তখন থেকেই বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমানকে প্রধান অর্থনীতিবিদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
মন্তব্য করুন