সিলেট প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মহিলা বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। অনুষ্ঠানে ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকা হতে ভার্চুয়ালী ৬১টি জেলার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষের সাথে সংযুক্ত হয়ে পরিচালিত হয়। সারাদেশের মোট ৬৫৪জন বীর মহিলা মুক্তিযোদ্ধাকে ১মবারের মত একসাথে সম্মাননা প্রদান করা হয়।
সিলেট প্রান্তে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সালমা বাছিত ভারপ্রাপ্ত সভাপতি জেলা মহিলা আওয়ামীলীগ, ভবতোষ রায় বর্মণ সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনিট, সুব্রত চক্রবর্তী জুয়েল জেলা ইউনিট কমান্ডার সিলেট, মাহফুজ আফজাল অতিরিক্ত পুলিশ সুপার সিলেট, মো: মামুনুর রশীদ উপপরিচালক স্থানীয় সরকার সিলেট ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সিলেট জেলার ১৩ উপজেলার ৩৫ জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরুপ ক্রেষ্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে ১টি মাস্ক, ১টি শাড়ি ও একটি শাল উপহার দেয়া হয়। বীর মহিলা মুক্তিযোদ্ধা সম্মাননা-২০২২ এর এই অনুষ্ঠানটি সিলেট প্রান্তে সঞ্চালনা করেন প্রিয়াংকা দাস রায়, চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর, এপিসি প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
মন্তব্য করুন