মৌলভীবাজার প্রতিনিধি
সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গল এর আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের অংশগ্রহণে করোনাকালীন সংকটে স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইউএইচও এর অফিস কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। টিআইবি’ শ্রীমঙ্গল এর এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী’র সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন সনাক সদস্য ও স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শাহ আরিফ আলি নাসিম।
করোনাকালীন স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা নিয়ে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ন আলোচনা এবং সিদ্ধান্ত গৃহিত হয়। আলোচনাগুলোর মধ্যে ছিলো করোনাকালীন সময়ে স্বাস্থ্য সেবার সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত প্রথম ডোজ করোনা টিকার হালনাগাদ অবস্থা সংক্রান্ত, দ্বিতীয় ডোজ করোনা টিকার হালনাগাদ অবস্থা, তৃতীয় ডোজ করোনা টিকা সংক্রান্ত বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক হাসপাতালের নরমাল ও সিজারিয়ান ডেলিভারির বর্তমান অবস্থা সংক্রান্ত, স্থানীয় চাহিদার প্রেক্ষিতে টিকার পর্যাপ্ততা ও ব্যবহার সংক্রান্ত হালনাগাদ অবস্থা, ইউনিয়ন পর্যায়ে করোনা টিকার দেয়ার বর্তমান ও হালনাগাদ অবস্থা, হাসপাতালের ওষুধের হালনাগাদ তালিকা এবং ওষুধের পর্যাপ্ততা সংক্রান্ত, সনাক শ্রীমঙ্গল কর্তৃক পরিচালিত রেপিড সার্ভের আপডেট প্রদান প্রসঙ্গ, হাসপাতাল ক্যাম্পাসের পরিস্কার পরিচ্ছন্নতা বৃদ্ধিতে কর্তৃপক্ষের উদ্যোগ, অভিযোগ বক্সে পাওয়া বিভিন্ন অভিযোগ সম্পর্কে আলোচনা ও ব্যবস্থা গ্রহণ, জেন্ডার সংক্রান্ত/ নারী ও কিশোরী সেবার তথ্যবোর্ড হালনাগাদ ও স্থাপন, উপজেলার সকল উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত ভিজিট ও মনিটরিং ব্যবস্থা বৃদ্ধি প্রসঙ্গ, উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে নিয়মিত ভিজিট ও মনিটরিং ব্যবস্থা বৃদ্ধি এবং কমিটিকে সক্রিয়করণ এবং শ্রীমঙ্গল উপজেলার সকল উপ-স্বাস্থ্যকেন্দ্রে ও উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে নিয়মিত ভিজিট ও মনিটরিং ব্যবস্থা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কমিটিকে সক্রিয়করণ এবং সেবার মানবৃদ্ধি ও সুশাসন বৃদ্ধিতে উপজেলা পঃ পঃ কর্মকর্তার ফলোআপ চিঠি ইস্যূ করা ইত্যাদি বিষয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন এখনো প্রায় ৬০ হাজার মানুষ টিকার আওতার বাইরে রয়েছেন। আমরা খুবই দ্রুত ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছি। এক্ষেত্রে তিনি সনাক সহ সূধী সমাজের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করবো এ ক্ষেত্রে সনাকের ইয়েস গ্রুপ, বিএনসিসি এবং স্কাউট দল আমাদের প্রয়োজন হবে। মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরো বলেন এখন পর্যন্ত প্রথম ডোজ করোনা টিকা দেয়া হয়েছে ২০৮৫১৮ জনকে, দ্বিতীয় ডোজ করোনা টিকা দেয়া হয়েছে ১৩১৪১২ জনকে এবং বোস্টার ডোজ প্রদান করা হয়েছে সর্বমোট ৬০৬৪ জনকে।
তিনি আরো বলেন সনাক দীর্ঘদিন যাবৎ কমিউনিটি ক্লিনিক এবং উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোর গর্ভনেন্স ইস্যূ নিয়ে কাজ করছেন। আমরাও চেষ্টা করছি এই সেবা প্রতিষ্ঠানগুলোর মান আরো বৃদ্ধি হোক। শ্রীমঙ্গল উপজেলার সকল উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকগুলোর মান উন্নয়ন নিয়ে আজ আমি একটি অফিস আদেশজারী করেছি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীগণকে বিশেষভাবে অনুরোধ করেছি নিন্ম লিখিত বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য। তিনি আরো বলেন আমি নিজে বিষয়টি ফলোআপ করবো এই আশাবাদ ব্যক্ত করছি।
অফিস আদেশে বলা হয়, প্রতিটি উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের নামের তালিকা ছবি সহ দৃশ্যমান করা, প্রতিটি উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে সিটিজেন চাটার/তথ্যবোর্ড/ লিফলেটে সেবাসমূহ দৃশ্যমান করা, প্রতিটি উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/তথ্য কর্মকর্তার নাম ফলক স্থাপন করা, প্রতিটি উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে নারীবান্ধব সেবা নিশ্চিত করা, প্রতিটি উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের টয়লেটগুলোতে নারী পুরুষ লেখা সম্বলিত ইন্ডিকেটর স্থাপন করা ও প্রতিটি উপ-স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে অভিযোগ ও পরামশ՜ বক্স স্থাপন করা।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা.সাদ আহমদ, স্বাস্থ পরিদর্শক মো.মাহবুবর রহমান এবং নিশি রঞ্জন চক্রবর্তী, র্যানার উচচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, সনাক সদস্য কবিতা রানী দাস, সনাক সদস্য জিডিশন প্রধান সূছিয়াং, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য এবং স্বজন আহ্বায়ক সৈয়দ ছায়েদ আহমেদ। অনুষ্ঠাানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়েস গ্রুপ,সনাক শ্রীমঙ্গল।
মন্তব্য করুন