কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ বলেছেন- তথ্য-প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে গিয়ে ছাত্রসমাজের অনেকেই অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছে। এর থেকে উত্তরণে আমাদের নৈতিক গুণাবলীর বিকাশ যথাযথ গুরুত্বারোপ করা প্রয়োজন। আজকের ছাত্রসমাজ একসময় দেশের প্রতিটা গুরুত্বপূর্ণ জায়গায় নেতৃত্ব দিবে এবং সে যদি আদর্শবান ও নৈতিক গুণাবলীসম্পন্ন একজন মানুষ হয় তবে সর্বক্ষেত্রে একটি নৈতিক পরিবেশ তৈরিতে সচেষ্ট হবে। এজন্য আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক গুণাবলীর আঁধাররূপে ছাত্রসমাজকে গড়ে তুলতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে কুলাউড়া পৌরসভা হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা আয়োজিত সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
উপজেলা তালামীযের সভাপতি ইসমাইল হাসান শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমদের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা এম.এ নুর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম কাওছার আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, কেন্দ্রীয় সদস্য কাওছার হামিদ সাজু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মাওলানা ছালিক উদ্দিন। দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা শামসুল ইসলাম, মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র প্রচার সম্পাদক ও কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, সংগঠনের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ ও সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মুরাদ আলম চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা আল ইসলাহ’র সাবেক সহসভাপতি আবুল কালাম, সংগঠনের মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশীদ, সহ-প্রচার সম্পাদক আফজাল হোসেন সাজু, আজিজুল ইসলাম রিয়াদ, সদস্য মিফতাহ উদ্দিন নোমান, আল আমিন, সাব্বির আহমদ, কুলাউড়া উপজেলার সাবেক সভাপতি হাফিয শামসুল ইসলাম, হাফিয বদরুল ইসলাম, মাওলানা এবাদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. বদরুল আমীন, সাবেক সভাপতি শাহজান আলম, আশরাফুল ইসলাম আবুল, সাবেক সহসভাপতি হাফিয জুনাব আলী, শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সম্পাদক হাফিয রুমেন আহমদ চৌধুরী, কুলাউড়া পৌর আল ইসলাহর প্রচার সম্পাদক আব্দুল মুবিন ও পৌর তালামীযের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।
মন্তব্য করুন