মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী, মাদক ব্যবহারকারী এবং প্রবীণ ব্যক্তিদের সাথে কর্মরত সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিদের সাথে অভিজ্ঞতা বিনিময়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের ইউছুবপুরস্থ কারিতাস টেকনিক্যাল স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরী।
কারিতাস সিলেট অঞ্চল এর এসডিডিবি প্রকল্প এর আয়োজনে ও প্রতিষ্ঠানের সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসুচি কর্মকর্তা মো: মখলিছুর রহমান এর সভাপতিত্বে এসডিডিবি প্রকল্পের এনিমেটর ফাসবন পলেং ও জুনিয়র কর্মসুচি কর্মকর্তা লুটমন পডুনা এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসরকারী প্রতিষ্ঠান এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন, আইডিয়া’র প্রোগ্রাম ম্যানেজার পস্কজ ঘোষ দস্তিদার ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ।
অভিজ্ঞতা বিনিময়ন সভায় আগত অন্যান্য অতিথিরা উল্লেখিত এই কর্মসুচি বিষয়ে তাদের গুরুপুর্ণ মতামত ব্যর্থ করেন এবং এর বাহিরেও বিশেষ করে পথশিশুদের বিপদগামীতার কথা উল্লেখ করে, তাদের বিষয়ের প্রয়োজনীয় কোন প্রকল্প নেওয়া যায় কিনা সে বিষয়ে অনুরোধ করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরী জানান, সরকার তার অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী এবং প্রবীণ ব্যক্তিদের বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করছেন। তিনি আরো জানান, তারা সরকারী বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে লাভবান হচ্ছেন। এখন এই দুই ক্যাটাগরিতে সুযোগ-সুবিধা নিতে লোক খুঁজে পাচ্ছেন না বলে জানান।
মন্তব্য করুন