ডেস্ক রিপোর্টঃ
ভারতে ইন্টারনেট পরিষেবা শুরু করার পরিকল্পনা করেছে ‘স্টারলিঙ্ক’। ধনকুবের এলন মাস্ক যদি একবার ভারতে নিজের পসার জমিয়ে নিতে পারেন, তাহলে ধারণা করা হচ্ছে খুবই সমস্যায় পড়তে পারেন এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি । তবে অন্যান্য সমস্ত সংস্থাগুলোর সঙ্গে টক্কর থাকলেও, ধারণা করা হচ্ছে জিওর সঙ্গে লড়াইটা বেশ হবে।
ভারতে ইন্টারনেট পরিষেবা শুরু করার পরিকল্পনা করেছে ‘স্টারলিঙ্ক’। ধনকুবের এলন মাস্ক যদি একবার ভারতে নিজের পসার জমিয়ে নিতে পারেন, তাহলে ধারণা করা হচ্ছে খুবই সমস্যায় পড়তে পারেন এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি ।
তবে অন্যান্য সমস্ত সংস্থাগুলোর সঙ্গে টক্কর থাকলেও, ধারণা করা হচ্ছে জিওর সঙ্গে লড়াইটা বেশ ভালোই হতে চলেছে এলন মাস্কের স্টারলিঙ্ক-র। তবে ইতিমধ্যেই ভারতে ইন্টারনেট পরিষেবা শুরুর তোড়জোড় শুরু করে দিয়েছে এলন মাস্কের স্টারলিঙ্ক। তবে লাইসেন্স না পাওয়ার কারণে এই পরিষেবা ভারতবাসীকে সাবস্ক্রাইব না করার আর্জি জানানো হয়েছে
ভারতে পরিষেবা প্রদানের বিষয়ে স্টারলিঙ্ক-র ভারত শাখার ডিরেক্টর সঞ্জয় ভার্গব জানান, ‘কোন বড়সড় বাধার সম্মুখীন না হলে, ২০২২ সালের ৩১ শে জানুয়ারির মধ্যেই আমরা আশা করছি বাণিজ্যিক লাইসেন্স পেয়ে যেতে পারি। আর তা একবার পেয়ে গেলেও, আমরা পরিষেবা প্রদান শুরু করে দেব। তবে অনুমতি না পাওয়া পর্যন্ত আমরা পরিষেবার কাজ শুরু করব না’।
প্রসঙ্গত জানিয়ে রাখি, গ্রামীণ এলাকাকেই টার্গেট করছে স্টারলিঙ্ক। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে ২ লক্ষ ডিভাইস ইনস্টল করলেও, তার ৮০ শতাংশই গ্রামীণ এলাকায় বসানো হবে বলে জানা গিয়েছে। যার ফলে বেশি পরিমাণে গ্রাহক নিজেদের দিকে আকর্ষিত করতে সক্ষম হবেন এলন মাস্ক। ধারণা করা হচ্ছে, এলন মাস্কের সংস্থার কারণে, দেশের অন্যান্য সংস্থাগুলো বিশেষত জিও-র বাজার খারাপ হতে পারে। কিছুটা মন্দা দেখা দিতে পারে জিও-র পরিষেবায়।
মন্তব্য করুন