নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ থেকে।।
বানিয়াচং-হবিগঞ্জ সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশু জান্নাতুল ফেরদৌসের। মুমূর্ষু অবস্থায় ৩ জনকে সিলেট প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে হবিগঞ্জ থেকে বানিয়াচং যাত্রী নিয়ে আসছিল একটি সিএনজি অটোরিক্সা। পথিমধ্যে কালারডোবা নামকস্থানে আসা মাত্রই পূর্বে থেকে রাস্তায় দাড়িয়ে থাকা একটি মিনিট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সিএনজিটি দুমড়ে মোচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সিএনজিতে থাকা হবিগঞ্জ সদর থানার ভাদৈ গ্রামের সোহাগ মিয়ার শিশু কন্যা জান্নাতুল ফেরদৌস (১৬মাস)। সিএনজিতে থাকা অপর যাত্রী সোহাগ মিয়া, এসএসসি পরীক্ষার্থী নন্দীপাড়া গ্রামের আলকাছ মিয়ার ছেলে রাতুল আহমেদ ও একই এলাকার তানভীর আহমেদকে গুরুতর আহতবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় ৩ জনকেই সিলেট প্রেরন করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস, এসআই রফিকসহ একদল পুলিশ। পুলিশ ও জনতার সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়। এ বিষয়ে ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন