নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ থেকে॥
গত ১১ নভেম্বর আজমিরীগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ায় কাকাইলছেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে মেম্বার পদে মাহতাবপুর গ্রামের কৃতি সন্তান নজু চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
প্রায় ৩২ বছর পর মাহতাবপুরবাসি একজন জনপ্রতিনিধি পেলেন। উক্ত ওর্য়াড রাহেলা, আলীপুর ও মাহতাবপুর নিয়ে গঠিত। বিগত ৩২ বছর যাবৎ রাহেলা গ্রামের নেতারা ইউপি সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন, কিন্তু এইবার নজু চৌধুরী ৮৬৮ ভোটে বিজয়ী হয়ে মাহতাবপুরের জনগনের মুখ উজ্জ্বল করল। রাহেলা গ্রামের বিএনপি নেতা মফিল মিয়া দীর্ঘ দিন মেম্বার পদে ছিলেন বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করার কারণে গত নির্বাচনে রাহেলা গ্রামের শের আলী মিয়া মেম্বার নির্বাচিত হন। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে নজু চৌধুরী হাল ছাড়েনি এবং কাকাইলছেও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ আলম কে পরাজিত করে মেম্বার পদে নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিলেন নব নির্বাচিত মেম্বার নজু চৌধুরী।
উল্লেখ, বিগত একটি নির্বাচনে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিল মিয়ার সাথে নির্বাচন করে নজু চৌধুরী ১২ ভোটে পরাজিত হন কিন্তু হাল ছাড়েনি নজু চৌধুরী। মাহতাব পুরের ইতিহাস ঘাটলে দেখা যায় মুসলিম চৌধুরী ও আক্কাস চৌধুরীর পর আর কোন ব্যক্তি মেম্বার পদে নির্বাচিত হতে পারে নি
মন্তব্য করুন