তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহে ডাকাতি প্রস্তুতিকালে ৮টি দেশীয় অস্ত্র ও পিকআপ গাড়ী সহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়ান্দা পুলিশ।
গতকাল রাত ২টায় দিকে কোতোয়ালী থানার মধ্যবারেরা নিজাম নগর সাকিনস্থ জনৈক শামীম এন্টার প্রাইজের খালি জায়গায় হতে ডাকাতি প্রস্তুতিকালেসহ দেশীয় অস্ত্র ও পিকআপ গাড়ীসহ তাদের গ্রেফতার বরা হয়।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশে এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ রাত ২টার দিকে কোতোয়ালী থানার মধ্যবারেরা নিজাম নগর সাকিনস্থ শামীম এন্টার প্রাইজের খালি জায়গায় হতে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকআপ গাড়ীসহ ডাকাত সদস্য গাইবান্ধার-পলাশবাড়ী থানার মালান্দির (পবনাপুর)
মিজানুর রহমান (৩০), ময়মনসিংহ জেলার মুক্তাগাছার খাজুলিয়া মধ্যপাড়ার (মহেষপুর), কামাল হোসেন (৩২), হুমায়ুন কবির (২৮), বগুড়ার শেরপুররের বনিকপাড়া (কুশুম্বি), বেলাল হোসেন (৩০), শেরপুর শ্রীবর্দী বেলুয়া পশ্চিমপাড়ার মোঃ সোহেল মিয়া (২৪), ও শ্রীবর্দীর তিন আনী বেলুয়ার ফেরদৌস মিয়া (২৮), কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা গাজীপুর, ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে।
৬ ডাকাত ও ৮ টি দেশীয় অস্ত্র এবং ১টি পিকআপ গাড়ী উদ্ধারের বিষয়ে কোতোয়ালী থানায় ১টি মামলা দায়ের করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আসামীরা পেশাদার ও অব্যাশগত অপরাধী । গ্রেফতারকৃত আসামী মিজানুর রহমান (৩০) হুমায়ুন কবির (২৮) ও বেলাল হোসেন (৩১) এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা একাধিক মামলায় রয়েছে।
মন্তব্য করুন