সিলেট প্রতিনিধিঃ
ডিজেল, কেরোসিন ও গাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে ৯ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় সিলেটের কিনব্রীজের মুখে জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
রমজান আলী পটুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার নেতা শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আনছার আলী।
বক্তারা বলেন, দেশের মানুষ গরীব থেকে আরো গরীব হচ্ছে এবং প্রতিনিয়ত ধনীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমান মন্ত্রীদের হাস্যকর তথ্যহীন বক্তব্য জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই অনতিবিলম্বে বর্ধিত কেরোসিন, ডিজেলের মূল্য ও গাড়ি ভাড়া প্রত্যাহার করার জোর দাবি জানান। তার সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমানোর আহবান জানান।
মন্তব্য করুন