কুলাউড়া প্রতিনিধি
জাতীয় পার্টি (কাজী জাফর) কুলাউড়া উপজেলা কমিটির আহবায়ক, হাজীপুর ইউনিয়নের বাসিন্দা জদিদ হায়দার চৌধুরী আর নেই। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি—রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন থেকে কিডনি ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র স্ত্রী রেখে গেছেন।
জীবদ্দশায় তিনি রাজনীতির পাশাপাশি শিক্ষা, ক্রীড়া ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি কুলাউড়া উছলাপাড়া গ্যাস পাম্পের সত্বাধিকারী, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, কুলাউড়া হাজীপুর সোসাইটির প্রতিষ্ঠাকালীন সহসভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য এবং পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ সাংগঠনিক কমিটির সদস্য ছিলেন। বুধবার হাজীপুর ইউনিয়নের নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করার কথা।
এদিকে কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক (কাজী জাফর) জদিদ হায়দার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য এডভোকেট নওয়াব আলী আব্বাছ খান। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, জদিদ হায়দার চৌধুরী ছিলেন একজন শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে কুলাউড়ার অপূরনীয় ক্ষতি হয়েছে।
আপনার মতামত লিখুন :