শার্শায় পৃথক অভিযানে মাদক সহ দুই জন আটক।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২১, ৮:৪৬ অপরাহ্ন /
শার্শায় পৃথক অভিযানে মাদক সহ দুই জন আটক।

আঃজলিল, যশোরঃ

যশোরের শার্শা উপজেলা থেকে পৃথক অভিযানে ৩০১ পিচ ইয়াবা ও ৩শ” গ্রাম গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ও সন্ধ্যায় পৃথক দুটি অভিযানে বেনাপোল পোর্ট থানার পাটবাড়ী এলাকা থেকে লিটনকে পোর্ট থানা পুলিশ ও শার্শা থানার ভবানীপুর গ্রাম থেকে বাবলুকে আটক করে শার্শা থানা পুলিশ।

আটককৃতরা হলো, যশোর জেলার মনিরামপুর উপজেলার হোগলাভাত্তা গ্রামের অজিৎ সাহার ছেলে শ্রী লিটন সাহা (৩০) ও শার্শা থানার ভবানীপুর (মাঝেরপাড়া) গ্রামের কুদ্দুস গাজীর ছেলে বাবলু গাজী (৩৫)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পৌর বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টার এলাকা থেকে ৩০১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ লিটনকে আটক করে পোর্ট থানা পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

অপরদিকে, শার্শা থানার এএসআই মাসুম বিল্লাহ গোপন খবরে, শার্শা থানার ভবানীপুর গ্রাম থেকে ৩শ” গ্রাম গাঁজা সহ বাবলুকে আটক করে।

শার্শা থানা অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, এ ব্যাপারে শার্শা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।