হবিগঞ্জে প্রিন্সিপালকে প্রাননাশের হুমকি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন /
হবিগঞ্জে প্রিন্সিপালকে প্রাননাশের হুমকি
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি।

লক্ষীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নির্মল ইন্দু সরকারকে প্রাননাশের হুমকির অভিযোগ উঠেছে স্বরবিন্দু সরকার তপন বিরুদ্ধে। সে আন্দিউড়া ইউনিয়নে’র দুর্গাপুর গ্রামের শ্রীকান্ত সরকারের পুত্র স্বরবিন্দু সরকার তপন।

অভিযোগ সূত্রে জানা যায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের অধ্যক্ষ নির্মল ইন্দু সরকারকে পূর্ব বিরোধের জেরে স্বরবিন্দু সরকার তপন নিজেকে বিএনপির ক্যাডার পরিচয় দিয়ে ফোন দিয়ে শনিবার সকালে তার নিজ মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ সহ দেখে নেওয়া ও প্রাননাশের হুমকি দেয়। অভিযুক্ত স্বরবিন্দু সরকার তপনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অভিযোগকারী প্রিন্সিপাল নির্মল ইন্দু সরকার বলেন, সে আমাকে হঠাৎ ফোন দিয়ে বিএনপির ক্যাডার পরিচয় দিয়ে আমাকে প্রাননাশের হুমকি দেয়।আমি থানা অভিযোগ দিয়েছি এবং এলাকার বিএনপির নেতৃত্ব স্থানীয় লোকদের অবহিত করেছি। আমি প্রাননাশের শংকায় ভুগছি। দুর্গাপুর গ্রামের অধ্যক্ষ নির্মল ইন্দু সরকার বাদী হয়ে শনিবার দুপুরে মাধবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ১০২২) করেন।

উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মো: কামাল মিয়া বলেন স্বরবিন্দু নামে আমার জানা মতে কেউ তাঁতীদলে নেই।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা এস এম ইকরাম বলেন, স্বরবিন্দু সরকার তপন নামে কেউ বিএনপি সহ সকল সহযোগী সংগঠনে নেই। যে বিএনপির ক্যাডার পরিচয় দিয়ে এধরনের হুমকি দিয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। বিএনপি কোনো সন্ত্রাসী দল নয় এটা জনগণের দল।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, লিখিত একটি অভিযোগ পেয়েছি, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।