হবিগঞ্জের নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। উপজেলার পৃথক পৃথক স্থান থেকে নারীসহ সি,আর, মামলার পরোয়ানাভুক্ত তিন পলাতক আসামীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০৪ ডিসেম্বর) গভীর রাত অনুমান ০১:১৫ ঘটিকার সময় ইনাতগঞ্জ ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করা হয়। নারী শিশু মামলা নং- ১২৩/২০২৪, ধারা- ১১ (গ) / ৩০, ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী /২০০৩) এর সিআর পরোয়ানাভূক্ত পলাতক আসামীরা হলো, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের চরগাঁও গ্রামে মৃত মুসলিম উল্লাহ এর পুত্র তাজ উদ্দিন, ও তাজ উদ্দিন এর স্ত্রী মহিমা বেগমকে গ্রেফতার করা হয়। এবং রাত অনুমান ০৩:১৫ ঘটিকার সময় নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে, সিআর মামলা নং- ৫৩৪/ ২০২৪ (নবীগঞ্জ), ধারা- ৩৪১/ ৩২৩/ ৩০৭/ ৩৫৪/ ৫০৬/ ১১৪ পেনালকোড, ১৮৬০; এর পরোয়ানাভূক্ত পলাতক আসামী হলো, পানিউমদা ইউনিয়নের বুড়িনাও গ্রামের মৃত বাছির উল্লাহ (মংলা মিয়ার) পুত্র মকছুদ মিয়াকে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর দিকনির্দেশনায় এস,আই, মো: সুমন মিয়া, এস,আই, মো: আব্দুস সালাম, এর নেতৃত্বে ও এ,এস,আই, সুব্রত কুমার দাশ, এ,এস,আই, এটিএম মোশাররফ হোসেনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সি,আর মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামীদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য করুন