স্টাফ রিপোর্টার।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে লাউ নিলাম নিয়ে সংঘর্ষে আহত অর্ধশাতাধিক। আহতদের মধ্যে ২ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্হায়ী সূত্রে জানা যায়,শশুর জালাল মামদ ও তার জামাতা মনছুর মেম্বারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিভিন্ন ইস্যু নিয়ে দন্ধ চলে আসছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর একটি লাই নিলাম দেওয়ার জন্য হাঁকডাক শুরু করলে কিছু মুসল্লী উত্তেজিত হয়ে উঠেন। তাৎক্ষণিক বিষয়টি মিমাংসা
করা হয়। এদিন রাত অনুমান ৮ ঘটিকার সময় জালাল মামদের বড় ভাই নুর মামদ বাজার থেকে বাড়ী ফেরার সময় কালো মুখোশ পরে ৪/৫ জন লোক নুর মামদকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঘটনার সাথে সাথেই মনছুর মেম্বার জানায়, তারা এবিষয়ে কিছুই জানে না। আজ ৩০ নভেম্বর মনছুর মেম্বারের একজন বাজারে যাওয়ার পথে জালাল মামদের লোকজন কুপিয়ে মারাত্মক জখম
করে। এর পর বেলা ৩ টার দিকে উভয় পক্ষের লোক জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ২ ঘন্টা ব্যাপি সংঘর্ষ অর্ধশতাধিক আহত হয়েছে বলে স্হানীয়রা জানান। পুলিশ ও স্হানীয় মুরব্বিদের চেষ্টায় সংঘর্ষ বন্ধ হয়। আহত অনেক লোক পুলিশী গ্রেফতার এড়াতে হাসপাতালে না গিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মন্তব্য করুন