নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রিপন শীল ও মোস্তাক হত্যা মামলায় হবিগঞ্জ কারাগারে থাকা হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে থাকে সিলেট প্রেরণ করা হয়ে।
হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাসুদুর রহমান জুয়েল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। আতাউর রহমান সেলিমক হবিগঞ্জ শহরতলীর রিচি গ্রামের মোক্তার মিয়ার পুত্র।
প্রসঙ্গত- গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই আত্মগোপনে চলে যান এই নেতা। পরে হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত রিপন শীল ও মোস্তাক হত্যা মামলায় আসামি করা হয় সাবেক এই মেয়রকে। এরপর রেব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে।
আপনার মতামত লিখুন :