কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি :
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ শ্লোগানকে ধারন করে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কুলাউড়ায় র্্যালী ও আলোচনা সভা শনিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় অফিসার সোনামোহন বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী সমবায় অফিসার বরকত উল্লাহর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র ফিশারী অফিসার মোঃ আব্দুল মাবুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. শিমুল আলী, মৌলভীবাজার কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, আব্দুর রউফ তালুকদার, সাংবাদিক ময়নুল হক পবন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বক আল আদনান চৌধুরী, মৌলভীবাজার কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি মইনুল ইসলাম শামীম প্রমুখ। এর আগে উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে এক র্যালী অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন