মিয়াব আলী জানান, ছেলে সাত্তার প্রায় ৮ বছর আগে মাদকাসক্ত হয়ে পড়ে। বছর দুয়েক আগ থেকে সে বেপরোয়া হয়ে উঠে। বাসার লোকজনকে মারপিট ও ভাংচুর করতো। প্রায় একবছর আগে মারপিট করে তার স্ত্রী জোৎস্না বেগমের হাত ভেঙ্গে দেয়। দুই শিশু পুত্র কে মাটিতে চাপা দিয়ে মেরে ফেলতে চেষ্টা চালায়। অত্যাচার সইতে না পেরে স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ী চলে যায়। এরপর থেকে মাদকাসক্ত সত্তর অনেকটা মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ে।বুধবার বিকালে সত্তর উত্তেজিত হয়ে উশৃংখল আচরণ শুরু করে। এক পর্যায়ে একটি ধারালো টিনের সিট নিয়ে মালাকারপাড়া এলাকায় গিয়ে নিজের গলা কাটতে থাকে। এ সময় স্থানীয় লোকজন তাকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়।
খবর পেয়ে মাধবপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে তার হাত থেকে জনতার সহযোগিতায় টিনের ধারালো টুকরো টি উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় সাত্তারকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। মাধবপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন