হবিগঞ্জ প্রতিনিধি ॥
নবীগঞ্জ উপজেলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। শনিবার বিকেলে দুর্গাপূজার বিজয়াদশমীতে নবীগঞ্জ পৌর এলাকার গোবিন্দ জিউড় আখড়া পূজা মন্ডপ ও লোকনাথ আশ্রম দুর্গাপূজা মন্ডপ তিনি পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান দর্শনার্থী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান বলেন- সকল শ্রেণীপেশার মানুষের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে, তাই দুর্গাপূজা মণ্ডপগুলোতে সৌহার্দপূর্ণ পরিবেশ বিরাজ করছে এরই ফলশ্রুতিতে শান্তিপূর্ণভাবেই দুর্গাপূজা উদযাপন সম্ভব হচ্ছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়, নবীগঞ্জ উপজেলা হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নাগরিক টেলিভিশন ও বাংলা ট্রিবিউন-এর প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরী, গোবিন্দ জিউর আখড়ার মন্ডপের সভাপতি মন্টু আচার্য্য, পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, উপজেলা বিএনপি নেতা মুর্শেদ আহমদ, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টি, লোকনাথ আশ্রমের সভাপতি সুখেন্দু পুরকায়স্থ, খোকন দাশ তালুকদার গুপ্ত প্রমুখ।
এসময় শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারায় প্রশাসন, রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজকরা।
মন্তব্য করুন