আদম ব্যবসায়ী কর্তৃক ধর্ষনে প্রবাস ফেরত ফাতেমা গর্ভবতী।”অতঃপর ধর্ষকারী শামীম গ্রেফতার”


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন /
আদম ব্যবসায়ী কর্তৃক ধর্ষনে প্রবাস ফেরত ফাতেমা গর্ভবতী।”অতঃপর ধর্ষকারী শামীম গ্রেফতার”

আঃজলিল,স্টাফ রিপোর্টার:—

একাধিকবার বিয়ের প্রলোভন দিয়ে আদম ব্যবসায়ী আব্দুস সালাম ওরফে শামীম মন্ডল (৪২), পিতা- নুর আলী বিশ্বাস, সাং- জালালপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর একজন বিদেশ গমন প্রত্যাশী ফাতেমা খাতুনকে যশোর ও ঢাকায় নিয়ে দৈহিক সম্পর্ক করে ফাতেমাকে বিদেশ প্রেরণ করে আদম ব্যবসায়ী শামীম। ফাতেমা খাতুন এতে অন্তঃস্বত্তা হয়ে বিদেশ থেকে ফেরত এসে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-১২ তাং-০৮/১০/২০২৪খ্রিঃ ধারা-নারী ও শিশু নিযাতন দমন আইন ২০০০ (সংশোধীন-২০০৩) এর ৯(১) রুজু হয়।

মামলার তদন্তকারীর অভিযানের ভিত্তিতে ডিবি’র চৌকস অফিসার এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম অদ্য ০৯/১০/২০২৪ তারিখ ভোর রাতে অভয়নগর থানাধীন গোয়াখোলা সাকিনে অভিযান পরিচালনা করে আসামী শামীম মন্ডলকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার দায় স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আদম ব্যবসায়ী শামীম একাধিক ব্যক্তিকে বিদেশ প্রেরন করে যার মধ্যে অনেক ব্যক্তি কর্ম না পেয়ে ফেরত চলে আসলেও টাকা ফেরত না দিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। আসামী শামীম এর বিরুদ্ধে চুরি মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে।

গ্রেফতারকৃত আসামী হলেন
আব্দুস সালাম ওরফে শামীম মন্ডল (৪২), পিতা-নুর আলী বিশ্বাস, সাং-জালালপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর।