হবিগঞ্জ প্রতিনিধি ॥
শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা ও পৌরসভার সকল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজার দলীয় কার্যালয়ে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ছালিক আহমেদ চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মুক্তাদির চৌধুরী, আব্দুল বারিক রনি, পৌর বিএনপির সাবেক আহবায়ক সাবেক কাউন্সিলর মো. আলা উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের রঙ্গলাল রায়, সাবেক সভাপতি নিখিল আচার্য, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ভবানী শংকর ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টি। বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মুর্শেদ আহমদ, সুন্দর আলী, অনন্ত কুমার দাশ, বিকাশ চন্দ্র রায়, স্মৃতি ভুষণ দাশ, আবুল কায়ের কায়েদ, এনাম আহমদ, প্রণব দেব, হান্নান মিয়া, জানার মিয়া, মইনুল ইসলাম বাচ্চু, জিতু মিয়া সেন্টু, বাছিতুর রহমান রুহেল, মেহবুব আহমদ মুশাহিদ, আরজু মিয়া, বিভু আচার্য, আব্দুল করিম চৌধুরী, ময়না মিয়া, পিন্টু পুরকায়স্থ, আশীষ কুমার দাশ, সুকান্ত দাশ, ভজন সরকার, সঞ্চয় দাশ, যুবদল নেতা আবুল কালাম মিটু, শেখ শিপন, আলামিন তালুকদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন- দীর্ঘদিন ধরে সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। দূর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করতে না পারে সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি পূজামণ্ডপে বিএনপি নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। কেউ যদি পূজামণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে কঠোরভাবে প্রতিহত করা হবে। পূজামণ্ডপে বিশৃঙ্খলা করলে কোনোভাবেই বরদাস্ত করা হবেনা।
মন্তব্য করুন