নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ ।। ‘
পৌরবাসীর উন্নয়নে/ কর দেব খুশি মনে’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ‘পৌর কর সেবা সপ্তাহ ২০২৪’ শুভ উদ্বোধন করলেন নবীগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব অনুপম দাশ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ নয়মৌজা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান ও নবীগঞ্জ ইউ সি বি ব্যাংক নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মুশফিক উস সালেহীন। নবীগঞ্জ পৌর কর নিরূপণ কমিটির আহ্বায়ক ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন। এতে বক্তব্য রাখেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার কর আদায়কারী মো. ইকবাল আহমেদ এবং পবিত্র গীতাপাঠ করেন সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, প্যানেল মেয়র-২ মো. আব্দুস সোবহান, প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. লুৎফুর রহমান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজল আহমদ চৌধুরী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, ইউ সি বি ব্যাংক নবীগঞ্জ শাখার কর্মকর্তা নাজমুল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী। উল্লেখ্য আজ পৌরকর সেবা সপ্তাহের প্রথম দিনে ৫৯ জন হোল্ডিংধারী পৌরকর প্রদান করে পুরস্কার গ্রহণ করেছেন।’পৌরকর সেবা সপ্তাহ ২০২৪’ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে পৌরবাসীদের পৌর কর প্রদান করে আকর্ষণীয় পুরষ্কার গ্রহণ করার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন