আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ—-
যশোরের ঝিকরগাছার ১০নং শংকরপুরে আদম ব্যাবসায়ী নজরুলের খপ্পরে পড়ে সর্বসান্ত অসহায় হয়ে ১০ পরিবার মানবতার জিবন যাপন করছে বলে লিখিতভাবে অভিযোগ সূত্রে জানা যায়।
ঝিকরগাছা শংকরপুর ইউনিয় সহ পাশ্ববর্তী এলাকা থেকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে একাধিক যুবকের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠছে আদম ব্যাপারী মো:নজরুল ইসলামের বিরুদ্ধে।
সে উপজেলার শংকরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত ছামছুদ্দিন উদ্দিন মোড়লের পুত্র। জানা যায়, নজরুল ইসলাম বিভিন্ন এলাকার বেকার যুবকদের উচ্চ বেতনে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে একেক জনের কাছ থেকে ৬/৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দীর্ঘদিন বিভিন্ন অযুহাত আর কৌশল অবলম্বন করে সময় ক্ষেপণ করে বর্তমানে ঢাকায় অবস্থান করছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
নজরুল ইসলামের প্রতারণা ও প্রলোভনের জালে আটক হয়ে অনেকে সর্বস্বান্ত হয়েছে। প্রতারণার ফাঁদে পড়া যুবকদের মধ্যে থেকে
শংকরপুর গ্রামের তবিবার রহমান,কুমরি গ্রামের আঃসালাম,সাতমাইল এলাকার বাবু,বাগুড়ি গ্রামের মাহফুজ,শংকরপুর গ্রামের পারভেজ,জামতলা টেংরা এলাকার জনি,বাগুড়ি গ্রামের সাইফুল্লাহ,বাগআঁচড়া কলেজ রোড এলাকার জনি,পানবেড়ী এলাকার আঃসাত্তার,জামতলা এলাকার সোহান সহ আরো অনেক যুবক এই প্রতরনার স্বিকার।
এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলামের নামে যশোর কোর্টে একটি চেক ডিজ-অনারের মামলা দায়ের করা হয়েছে। এমনকি তার কাছে থাকা ফোনে যোগাযোগ করা হলে তাহার ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে ভুক্তভোগীরা নজরুল ইসলামকে আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদানের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
মন্তব্য করুন