পঞ্চগড়ের বোদা উপজেলা হাসপাতাল পরিদর্শন করেছেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।শনিবার (১৩ জুন) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা হাসপাতালেতিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী ঢাকার বাইরে জেলার হাসপাতালগুলোর সেবার মান ও সমস্যা দেখতে এ পরিদর্শন করছেন বলে জানান।
চিকিৎসক সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকাসহ সারাদেশে চিকিৎসক সংকট রয়েছে। আমরা চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করছি। কোন চিকিৎসক কোন হাসপাতালে কতদিন থাকবেন আমরা সে লক্ষ্যে কাজ শুরু করেছি। এজন্য আমি সারাদেশের হাসপাতালগুলো পরিদর্শন করছি। পরিদর্শন শেষে ঢাকায় ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
তিনি আরও বলেন, ‘দেশের হাসপাতালগুলো চিকিৎসার ক্ষেত্রে স্বাবলম্বী হলে সাধারণ মানুষকে ঢাকায় চিকিৎসার জন্য যেতে হবে না। তখন তারা নিজ জেলায় উন্নতমানের চিকিৎসা গ্রহণ করতে পারবেন।’ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্য সুরক্ষা আইন করেছি। তাই আমি চিকিৎসকের পাশাপাশি রোগীকেও নিরাপত্তা দেবো।’
এ সময় পঞ্চগড় জেলা আওয়ামী লীগ সভাপতি-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ও পঞ্চগড় জেলার সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসময়ে উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালে সেবা নিতে এসে কোনো রোগী যেন অবহেলার শিকার না হয়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে।
মন্তব্য করুন