ক‍্যামব্রিজশায়ার যুবলীগের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ১৪, ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন /
ক‍্যামব্রিজশায়ার যুবলীগের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্ট :

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ক‍্যামব্রিজশায়ারের উদ‍্যোগে গত ১২ই জুন বুধবার সন্ধ‍্যা ৮.00 ঘটিকায় লিন্টনের বেঙ্গল লাউঞ্জ রেস্তোরাঁয় জাতীয় শোক দিবস পালনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ক‍্যামব্রিজশায়ার যুবলীগের সভাপতি মারুফ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ‍্য আওয়ামীলীগের অন‍্যতম সদস‍্য সাবেক ছাত্রনেতা ক‍্যামব্রিজশায়ার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাকসুদ রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক‍্যামব্রিজশায়ার আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক মুহিদুর রহমান ও সিনিয়র সদস‍্য আলী ফয়সল। সভায় অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন ক‍্যামব্রিজশায়ার যুবলীগের সহ সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র সহ সভাপতি আলীনুর মিয়া রাসেল।

প্রধান অতিথি তার বক্তব‍্যে জাতীয় শোক দিবস পালনের উদ‍্যোগ গ্রহণের জন‍্য ক‍্যামব্রিজশায়ার যুবলীগকে ধন‍্যবাদ জানিয়ে বলেন এ বিশেষ দিনটি বাঙ্গালী জাতির ইতিহাসে একটি কলঙ্কময় দিন। এই অনুষ্ঠানকে যথাযথভাবে সফল করার জন‍্য ক‍্যামব্রিজশায়ার আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন যথাসাধ‍্য চেষ্টা করবে।

সভায় অন‍্যন‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি শাহিদুজ্জামান স্কুবি, আল আমিন রহমান, নিয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক রিপন অপু, সহ সাংগঠনিক সম্পাদক সালমান বেগ, দপ্তর সম্পাদক মো: শিপলু মিয়া, অর্থ সম্পাদক সালেহ মিয়া রুমেল, সহ প্রচার সম্পাদক ইকবাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক একরাম রনি, সহ ক্রীড়া সম্পাদক লায়েছ আহমেদ প্রমূখ। সভার শেষে সভাপতি মারুফ আহমেদ সবাইকে ধন‍্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।