মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী
সমন্বয়ক, দেশ ঐক্য।
স্ব স্ব দলের মধ্যে থাকা উদ্ধত সর্বোচ্চ নেতাদের কারণে সৃজনশীল ও সৎ যেসব নেতা চাপা পড়ে আছেন, নিজেদেরকে দেশের স্বার্থে বিকশিত করতে পারছেন না। নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাচ্ছেন না-তাদেরকে দেশ ঐক্যে শামিল হওয়ার আহবান জানাচ্ছি। আমরা সবাই রাজা, রাজার রাজত্বে। দেশ ঐক্যে সবার মর্যাদা সমান তথা সবাই সমন্বয়ক। সাময়িক কাউকে প্রধান করা হলেও ক্ষণে ক্ষণে পরিবর্তন করা হবে। প্রয়োজনে দুই মাস অন্তর অন্তর। কোনো নেতা দেশ ঐক্যে স্বেচ্ছাচারী কিংবা স্বৈরাচারী হওয়ার সুযোগ কোনো অবস্থাতেই পাবে না।
দেশ ঐক্যের নেতা উদ্ধত ও অহংকারী না হয়ে সব সময় যাতে বিনয়ী থাকে তার সর্বোচ্চ প্রবিশন দেশ ঐক্যে রাখাসহ স্ব স্ব ধর্মগ্রন্থ ছুঁয়ে নেতাদের শপথ করানো হচ্ছে। নেতাকে নয়, নীতিকে কেন্দ্র করে দেশ ঐক্য এগিয়ে যাবে। দেশকে রক্ষায় দেশ ঐক্য’র উদ্যোগ সফল না হলে দেশ নিশ্চিত লিবিয়া কিংবা ইরাকের পরিণতি বরণ করার পাশাপাশি সার্বভৌমত্ব হারিয়ে ফেলবে। আর তাই ত্যাগী, নিরেট দেশপ্রেমিক ও সৃজনশীল ব্যক্তিদের দেশ রক্ষায় দেশ ঐক্যে শামিল হওয়ার আহবান জানাচ্ছি।
মন্তব্য করুন